বগুড়ার খবর
প্রভাতের আলো তরুণ সংঘের উদ্যোগে পাঁচ শতাধিক বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় প্রভাতের আলো তরুণ সংঘের উদ্যোগে পাঁচ শতাধিক বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন, শুক্রবার বিকেলে সোনাতলা প্রেসক্লাব রোডে এ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সোনাতলা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল। উপজেলার বিভিন্ন স্থানে চারাগুলো রোপণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ‘প্রয়াস’ সম্পাদক ইকবাল কবির লেমন, সোনাতলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ, প্রভাতের আলো তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি তাকবির খান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদ্ক জেমস খান অরনু, বর্তমান সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক তৌহিদ হাসান পাপ্পু, সদস্য আলী আজম খান,রাজিব,রনি, রাজিত, সোহান, মহিদুল সিরাজুল ,সাগর, আকাশ, আসিফ, কাউসার, জেল্লা, উৎপল প্রমূখ।