বগুড়ার খবরশিল্প-সাহিত্য-সংস্কৃতি
সোনাতলায় আজাদুর রহমানের কাব্যগ্রন্থ ‘পথটাকে সোজা করে ধরুন আমি হাঁটছি’র পাঠোন্মোচন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় কবি-লালন গবেষক ও বিজ্ঞানী ড. আজাদুর রহমানের কাব্যগ্রন্থ ‘পথটাকে সোজা করে ধরুন আমি হাঁটছি’র পাঠোন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রকাশনা ‘প্রয়াস’ এর উদ্যোগে শনিবার সকালে ‘প্রয়াস’ কার্যালয়ে এ পাঠোন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘প্রয়াস’ সম্পাদক ইকবাল কবির লেমন,দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল, নির্বাহী সম্পাদক আশরাফুল হায়দার সুমন, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ’র চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল, তরুণ উদ্ভাবক মুজতাহিদুল ইসলাম ও বন্ধু সামাজিক সংগঠনের সভাপতি রবিউল ইসলাম শাকিল। পাঠোন্মোচন অনুষ্ঠানে ‘পথটাকে সোজা করে ধরুন আমি হাঁটছি’ কাব্যগন্থের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।