ধুনটে গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন

রাকিবুল ইসলাম ধুনট, বগুড়া
বগুড়ার ধুনটে ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য নেওয়ার পর কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতা লুৎফার রহমানের মৃত্যুর পর কিস্তি মওকুফসহ তার পরিবারের মাঝে সুরক্ষা সহায়তা প্রদান করেছে ওয়ালটন প্লাজা। বুধবার দুপুরে কালের পাড়া ইউনিয়ন হেউট নগর কোদলাপাড়া গ্রামে এ সহায়তা প্রদান করেন।
ইউপি সদস্য রাকিবুল ইসলাম সভাপতিত্বে মৃতের পরিবারকে নগদ অর্থ তুলে দেন অনিবান কুমার রায় (রেজওনাল সেল্স ম্যানেজার) বগুড়া সাউথ রিফাত করিম(রেজিওনাল ক্রেডিট মনিটর) বাগুড়া সাউথ,আব্দুল মতিন ( ডেপুটি ম্যানেজার ওয়ালটন প্লাজা বি-ব্লক বগুড়া)
ওয়ালটন প্লাজায় কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড এর সুবিধা প্রাপ্তির আবেদন সূত্রে জানা গেছে, হেউটনগর কোদলাপাড়া গ্রামেরমৃত লুৎফর রহমানের স্ত্রী খাদিজা খাতুনকে গত ১৭ফেব্রুয়ারি ওয়ালটন প্লাজা বি-ব্লক থেকে কিস্তিতে একটা স্মার্টফোন ক্রয় করেন। স্বাভাবিকভাবেই কিস্তি পরিশোধকালে গত ১৬ জুলাই মৃত্যুবরণ করেন লুৎফর রহমান । মৃত্যুর পর উক্ত কিস্তির নমিনি খাদিজা কিস্তি সুরক্ষা কার্ডের সুবিধাপ্রাপ্তির জন্য আবেদন করেন। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মৃতের পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। জানা গেছে, ১৬৯৯০ টাকার মুল্যের উপর কিস্তির ৯৯১৫ টাকা পরিশোধ করেছিলেন এবং ৭৭৭৫ টাকা বকেয়া রয়েছে। সুরক্ষা সহায়তায় আবেদন করলে পরিবার ৫০ হাজার টাকা নগদ অর্থ হিসেবে পাওয়ার জন্য বিবেচিত হন। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তার বকেয়া টাকা কর্তন করে বাঁকী ৪২হাজার ২৫ টাকা স্ত্রী হাতে তুলে দেওয়া হয়। এসময় ওয়ালটন প্লাজার কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী পরিবার এবং অন্যান্য গ্রাহকরা উপস্থিত ছিলেন।