বগুড়ার খবর
সোনাতলায় আব্দুল লতিফ মানবতা কেন্দ্রের উদ্যোগে অসহায়েরা পেলো ভালবাসা

নুরে আলম সিদ্দিকী
সোনাতলায় আব্দুল লতিফ মানবতা কেন্দ্রের উদ্যোগে অসহায়েরা পেলো ভালবাসা। ২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকালে সোনাতলার গড়ফতেপুর বারামখানায় ভালবাসার নিদর্শন হিসেবে অসহায় মানুষের মাঝে চাল, ডাল ও আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ভালবাসার নিদর্শন তুলে দেন কবি-লালন গবেষক-বিজ্ঞানী ড. আজাদুর রহমানের সহধর্মিনী কবি উম্মে সালমা লিনা ও কবি-লালন গবেষক-বিজ্ঞানী, বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিঊট ফর কেমিক্যাল মেজারমেন্ট এর মহাপরিচালক ড. আজাদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন, আব্দুল ওয়াদুদ, সাংবাদিক শামীম হোসেন রতন, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ’র চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল, সাংবাদিক নুরে আলম সিদ্দিকী সবুজ ও ব্যবসায়ী পলাশ।