বগুড়ার খবর

সান্তাহারে নাশকতা মামলায় রকি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের নাশকতা মামলায় রকিকে মঙ্গলবার রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে টাউন ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম রকি (৩৬) উপজেলার সান্তাহার পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের সাঁতাহার মহল্লার লুৎফর রহমানের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগ সান্তাহার পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, গত বছরের ১৯ আগষ্ট রাতে সান্তাহার পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের তিয়র পাড়া মোড়ে অবস্থিত যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ আগষ্ট ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আসিক হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায় ৭৭ জনের নামসহ এবং অজ্ঞাত প্রায় দুই শতাধিক আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আ’লীগসহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার রাতে রকিকে তার শাহা পাড়াস্থ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, নাশকতা মামলায় গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা রকিকে আজ বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button