বগুড়ার খবর

সোনাতলায় প্রভাতের আলো তরুণ সংঘের কমিটি গঠন: সভাপতি বায়তুল খান, সম্পাদক রাজিতুল

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সোনাতলা পৌরসভার খানপাড়া গ্রামে সামাজিক সংগঠন প্রভাতের আলো তরুণ সংঘের ২বছর মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় খানপাড়া অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন ৩১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন সংগঠনের চেয়ারম্যান জেমস খান।

আগামী ২ বছরের জন্য ওমর ফারুক খান বায়তুলকে সভাপতি রাজিতুল ইসলামকে সাধারণ সম্পাদক ও শাহিনুর ইসলাম শাওনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য কমিটি গঠন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও খান পাড়া জামে মসজিদের সভাপতি মোকাম্মেল হোসেন খাঁন, জামে মসজিদের সাধারণ সম্পাদক রেজা খান , উপদেষ্টা ইবাদুল খান, রাজু খানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

কমিটি ঘোষণাকালে প্রভাতের আলো তরুণ সংঘের চেয়ারম্যান জেমস খান বলেন, ৫ বছর আগে সংগঠনের সুচনার মধ্যে দিয়ে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছে সংগঠনটি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, বস্ত্র ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মতো কাজগুলো অব্যাহত রেখেছি। আমরা আগামীতে এই সংগঠনটির কার্যক্রম আরো তরান্বিত করতে নতুন নেতৃত্ব নিয়ে এসেছি। আশাকরি, নতুন কমিটির তরুণরা সংগঠনটিকে সঠিকভাবে পরিচালনার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button