বগুড়ার খবর

ধুনটে আঙ্গুর চাষে সফল আব্দুল হাকিম

রাকিবুল ইসলাম, (ধুনট) বগুড়া প্রতিনিধি:

ধুনটে আঙ্গুর চাষে সফল আব্দুল হাকিম

বগুড়া ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের হেউট নগর (কোদলা পাড়া) গ্রামের আব্দুল হাকিম। তিনি বাণিজ্যিক ভাবে আঙ্গুর চাষ করে সফল হয়েছেন। প্রতিদিন আঙ্গুর চাষী আব্দুল হাকিমের ফল বাগান দেখতে এসে ফল চাষে আগ্রহী হচ্ছেন অনেকে।

জানা যায়, গত ২০২৪ সালে ৭ শতাংশ জমিতে চাষী আব্দুল হাকিম ভারতীয় চয়ন জাতের আঙ্গুর চাষ করে সফল হয়েছেন। গত বছর ভালো ফলন হওয়ায়, চলতি মৌসুমে ৫৬ শতাংশ জমিতে ৩২২ টি গাছে মোট ২৪ টি জাতের আঙ্গুর চাষ করেছেন।

চাষী আব্দুল হাকিম বলেন, আমি অনলাইনে আঙ্গুর চাষ দেখে গত বছর পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ করি। ভালো ফলন পাওয়ায় চলতি মৌসুমে ৫৬ শতাংশ জমিতে ২৪ টি জাতের আঙ্গুর চাষ করি। গত ২০২৪ সালের চেয়ে তুলনামুলক ভাবে ২০২৫ সালে ভালো ফলন হয়েছে। তিনি আরো বলেন, গাছের পরিচর্যায় পানি, গোবর, ইটের সুড়কি ও সার দেই। তবে গত বছরের চেয়ে এবার আঙ্গুর গাছে পোকার উপদ্রব অনেকটাই কম। তবে পাখির উপদ্রব থেকে রক্ষা পেতে বাতাশ চলাচল উপযোগী পাতলা ব্যাগ দিয়ে আঙ্গুর ফল ঢেকে রেখেছি। গাছের বয়স বাড়ার সাথে সাথে ফলনও বেশি হয়। যার কারনে আগামী বছর আরো ভালো ফলনের আশাবাদী।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম বলেন, আমরা আঙ্গুর বাগানটি পরিদর্শন করেছি। আমরা প্রাথমিকভাবে তাকে সেবা মুলক পরামর্শ দিচ্ছি। সঠিক পরামর্শে আগামীতে আঙ্গুরের চাষ আরো বৃদ্ধি পাবে বলে আশা করছি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button