জাতীয়

দুর্নীতির সূচকে বাংলাদেশের অবনতি: বিশ্বে ১৪তম দুর্নীতিগ্রস্ত দেশ

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ এখন ১৪তম দুর্নীতিগ্রস্ত দেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪’ অনুযায়ী, বাংলাদেশের স্কোর ২৩, যা গত বছরের তুলনায় ১ পয়েন্ট কম। একই স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১৪তম অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান।

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৫১তম, যা গত বছরের ১৪৯তম অবস্থান থেকে দুই ধাপ পিছিয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।

দুর্নীতির ধারণা সূচকে ০ থেকে ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৩, যা ২০১২ সালের পর সর্বনিম্ন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান ছাড়া সব দেশের স্কোরই কমেছে।

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ দক্ষিণ সুদান, যার স্কোর মাত্র ৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে সোমালিয়া (স্কোর ৯) এবং তৃতীয় ভেনিজুয়েলা (স্কোর ১০)।

গত কয়েক বছরে বাংলাদেশের অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা গেছে। ২০২৩ সালে বাংলাদেশ ১০তম, ২০২২ সালে ১২তম, ২০২১ সালে ১৩তম, ২০২০ সালে ১২তম, ২০১৯ সালে ১৪তম, ২০১৮ সালে ১৩তম, ২০১৭ সালে ১৭তম, ২০১৬ সালে ১৫তম এবং ২০১৫ সালে ১৩তম অবস্থানে ছিল।

টিআই-এর সূচকে ০ স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং ১০০ স্কোরকে সর্বনিম্ন ক্ষতিগ্রস্ত বা সুশাসিত দেশ হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের স্কোর কমার বিষয়টি দেশে দুর্নীতির মাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, “দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দুর্নীতির মাত্রা বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।”  দূর্নীতির বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে বাংলাদেশের অবস্থান আরও পিছিয়ে যাওয়ায় সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button