সারাদেশ
সাঘাটার বাজিতনগরে অসহায় ব্যক্তিকে আবাম ফাউন্ডেশনের অটোভ্যান প্রদান

শিমন আহম্মেদ বাদল

গাইবান্ধার সাঘাটা উপজেলার বাজিতনগর গ্রামের অসহায় দরিদ্র ব্যক্তি সৈয়দ আহমেদকে অটোভ্যান প্রদান করেছে আবাম ফাউন্ডেশন। আবাম ফাউন্ডেশন বাংলাদেশ স্বাবলম্বি প্রজেক্ট ১০৪ এর আওতায় ২৫ ফেব্রুয়ারি এ অটোভ্যান প্রদান করা হয়। অটোভ্যান হস্তান্তর করেন আবাম ফাউণ্ডেশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ মিসু মিয়া ৷ এসময় উপস্হিত ছিলেন রোস্তম আলী আকন্দ, আবু সাইদ, শ্যামল, আরও অনেকে৷