শিমন আহম্মেদ বাদল
গাইবান্ধার সাঘাটা উপজেলার বাজিতনগর গ্রামের অসহায় দরিদ্র ব্যক্তি সৈয়দ আহমেদকে অটোভ্যান প্রদান করেছে আবাম ফাউন্ডেশন। আবাম ফাউন্ডেশন বাংলাদেশ স্বাবলম্বি প্রজেক্ট ১০৪ এর আওতায় ২৫ ফেব্রুয়ারি এ অটোভ্যান
প্রদান করা হয়। অটোভ্যান হস্তান্তর করেন আবাম ফাউণ্ডেশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ মিসু মিয়া ৷ এসময় উপস্হিত ছিলেন রোস্তম আলী আকন্দ, আবু সাইদ, শ্যামল, আরও অনেকে৷