বগুড়ার খবর
শিবগঞ্জ আমতলী বন্দর রোড অটোরিকশা ও ইজিবাইক এর দখলে: যানযটের সৃষ্টি

কামরুল হাসান,শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ আমতলী বন্দর রোড অটোরিকশা ও ইজিবাইক এর দখলে থাকায় যাানযটের সৃষ্টি হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, আমতলী বন্দর এর উপর দিয়ে বয়ে গেছে আমতলী – জয়পুরহাট মহাসড়ক এবং রোডটির উপর দিয়ে পার হয়ে গেছে দাঁড়িদহ- শিবগঞ্জ থানা রাস্তা। এ চাররাস্তা সংযোগ বন্দর টি সব দিক থেকে অটোরিকশা, ইজিবাইক দখল করে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থকে ঐসব বাহন চালকরা। যারফলে বন্দরটি দূরপাল্লার গাড়ি আসতেই যানযটের রূপনিচ্ছে। আর এতে করে ঐ রাস্তাকে কেন্দ্র চলাচল করা শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সর্বসাধারণের চলাচলের বিঘ্ন ঘটছে। যে কোন মূহূর্তে ঘটে যেতে পারে একটি দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, ও সচেতন মহল।