বগুড়া-১ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী মোশাররফ হোসেন চৌধুরীর সোনাতলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার
বগুড়া-১ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী, জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপি’র সদস্য মোশাররফ হোসেন চৌধুরী শনিবার সোনাতলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি ওইদিন সোনাতলার চরপাড়া বাজার, হাটকরমজা বাজার, সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন। একইদিন তিনি সোনাতলা উপজেলার চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, মাস্টারমাইন্ড ডিজিটাল একাডেমি, হাটকরমজা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, সৈয়দ আহম্মেদ সিনিয়র আলিম মাদ্রাসা চত্বরে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বৃক্ষরোপণ করেন। এছাড়াও তিনি সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
এ সময় তাঁর সাথে ছিলেন জোড়গাছা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান আনিস, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা রাসেল মাহমুদ, রাসেল মিয়া, পিন্টু, মধুপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নজমল হক জুয়েল, যুবদল নেতা মোমিন, আজম, পাকুল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ভিন্ন, দিগদাইড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলামসহ বিএনপি, যুবদল, স্বেচ্চাসেবকদল ও বিএনপি’র অন্যান্য অঙ্গদলের নেতৃবৃন্দ।