বগুড়ার খবর
সোনাতলায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা আহসান হাবীব এর কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলায় বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আহসান হাবীব। তিনি ওইদিন উপজেলার হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে এবং এবং মহেশপাড়ায় তেকানী চুকাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে শতাধিক মানুষের মাঝে কম্বলগুলো বিতরণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শামছুল হক মণ্ডল, শরিফ উদ্দীন মণ্ডল ও বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন।