বগুড়ার খবর
সোনাতলায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে পোলট্রি বিভাগে প্রথম হলো গড়ফতেপুরের জুলকার নাইন সিদ্দিকী

শিমন আহম্মেদ বাদল
সোনাতলায় অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এ পোলট্রি বিভাগে প্রথম হলো সোনাতলার পৌর সদরের গড়ফতেপুরের তৌফিকুর রহমান সিদ্দিকী মিঠু’র ছেলে জুলকার নাইন সিদ্দিকী। বৃহস্পতিবার বিকেলে জুলকার নাইনের হাতে পুরস্কার হিসেবে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, প্রাণিসম্পদ অফিসার নুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো ও স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু।