ক্রীড়াবগুড়ার খবর
সোনাতলায় আব্দুল মান্নান স্পোর্টস্ একাডেমির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ইকবাল কবির লেমন
বগুড়ার সোনাতলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আব্দুল মান্নান স্পোর্টস্ একাডেমির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচটির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম,আব্দুল মান্নান স্পোর্টস্ একাডেমির সভাপতি নিপুন আনোয়ার কাজল, সাধারণ সম্পাদক মাহমুদুর রশীদ সোহেল, সহ-সভাপতি উজ্জ্বল মাস্টার, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল জলিল মোল্লা। খেলায় সুখানপুকুর একাদশ ১-০ গোলে আব্দুল মান্নান স্পোর্টস্ একাডেমি একাদশকে পরাজিত করে।