গণমানুষের মুখে মুখে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফিদা হাসান খান টিটোর নাম

স্টাফ রিপোর্টার
আগামী ৮ মে অনুষ্ঠিত হবে সোনাতলা উপজেলা পিিরষদ নির্বাচন।এ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই চায়ের কাপে তুফার উঠেছে সোনাতলার বিভিন্ন টিস্টলে। উচ্চারিত হচ্ছে নির্বাচনে বিভিন্ন পদে বিভিন্ন প্রার্থীর নাম। ভাইস চেয়ারম্যান পদে সবচেয়ে যার নাম বেশি উচ্চারিত হচ্ছে তিনি হলেন উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটোর নাম। মানুষের ভালবাসায় সিক্ত ফিদা হাসান খান টিটোও দোয়া চেয়ে জনসংযোগ করছেন সোনাতলা উপজেলার সকল এলাকায়।
নির্বাচন বিষয়ে ফিদা হাসান খান টিটো বলেছেন, ‘আমি দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে জড়িত। ছাত্র রাজনীতি থেকে উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন ছাত্র ও যুব সমাজের অধিকার আদায়ের আন্দোলনে কাজ করেছি। বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সোনাতলা উপজেলা কমিটির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক হিসেবে গণমানুষের কল্যাণে কাজ করছি। গণমানুষকে আরও ব্যাপক সেবা দেয়ার লক্ষ্যে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে সোনাতলার ব্যাপক উন্নয়নে সর্বাত্মকভাবে মনোযোগী হবো এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নানের সহযোগিতা নিয়ে সোনাতলাকে একটি বিশেষ উপজেলায় পরিণত করতে কাজ করবো।