বগুড়ার খবরশিক্ষা
সোনাতলায় শান্তি ফাউন্ডেশনের উদ্যোগে মেধা শিক্ষাবৃত্তি প্রদান

সোনাতলা বগুড়া প্রতিনিধি
বগুড়ার সোনাতলা উপজেলার কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে শান্তি ফাউন্ডেশন নামের একটি সংস্থার আয়োজনে এই বৃত্তি প্রদান করা হয়। শান্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাঘাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম সাজু’র সভাপতিত্বে মেধা শিক্ষা বৃত্তি প্রদান অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সোনাতলা শাখার এফএভিপি ও শাখা প্রধান জনাব মতিউর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক তহমিনা বেগম, সোনাতলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও সাংবাদিক মিনাজুল ইসলাম । অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল কালাম আজাদ লায়ন। পরে প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ তুলে দেন।