আটোয়ারীতে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র্যালি ও আলোচনা সভা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে রমজানের পবিত্রতা রক্ষা ও রমজানকে স্বাগত জানিয়ে র্যালি ও আলোচনা সভা করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আটোয়ারী উপজেলা শাখা। রোববার (২ মার্চ) সকালে আটোয়ারী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে মুসল্লীরা ‘ নারায়ে তাকবীর-আল্লাহু আকবার’, ‘আহলান সাহলান-মাহে রমজান’, ‘ আল কুরআনের আলো-ঘরে ঘরে জ্বালো’, ‘দিনের বেলা পানাহার-বন্ধ করো,করতে হবে’, ‘রমজানের পবিত্রতা-রক্ষা করো ,করতে হবে’, ‘অশ্লীলতা বেহায়াপনা –বন্ধ করো ,করতে হবে’, ‘বদরের হাতিয়ার- গর্জে ওঠো আরেকবার’, ‘ বিশ্বের মুসলিম-এক হও লড়াই করো’, ‘দ্রব্য মূল্যের উর্ধ্বগতি-বন্ধ করো,করতে হবে’ সহ বিভিন্ন শ্লোগান দেয়। র্যালি শেষে উপজেলা মডেল মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন আটোয়ারী উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে রমজানের পবিত্রতা রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা করেন, মডেল মসজিদের ইমাম ও খতিব মাওঃ মোঃ আইনুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, মির্জাপুর শাহী মসজিদের ইমাম মাওঃ মোঃ শামসুজ্জামান, ঝলঝলি জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ রকিবুল ইসলাম,আটোয়ারী থানার এসআই আলাউদ্দীন প্রমুখ। এসময় ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম-খতিবসহ ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন। এর আগে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে উপজেলা জামায়াতে ইসলামী বিভিন্ন শ্লোগান সহ একটি র্যালি বের করে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা আমীর মাওঃ মোঃ ইউনুস আলী খান।