সোনাতলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত


সোনাতলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সভা বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে যমুনা রিসোর্টে অনুষ্ঠিত হয়।
এ সভায় সোনাতলার রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল কবির লেমন ( উপজেলা প্রতিনিধি, দৈনিক মানবজমিন ও সম্পাদক, বগুড়া বার্তা) সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য, আবু রায়হান (উপজেলা প্রতিনিধি, দৈনিক উত্তর কোণ, প্রকাশক, বগুড়া বার্তা), শিমন আহমেদ বাদল (উপজেলা প্রতিনিধি,দৈনিক উত্তরের দর্পন), শামীম হোসেইন (উপজেলা প্রতিনিধি, সাপ্তাহিক অবিরাম), নূরে আলম সিদ্দিকী (উপজেলা প্রতিনিধি, দৈনিক মাধুকর), রবিউল ইসলাম শাকিল (প্রধান বার্তা সম্পাদক, বগুড়া বার্তা), শাহরিয়ার হাসিব (বিশেষ প্রতিনিধি, বগুড়া বার্তা), সাব্বির রহমান শান্ত ( ফটো সাংবাদিক)।
সভার সভাপতি তার বক্তব্যে বলেন, একটি সুষ্ঠু ধারার বস্তু নিষ্ঠ সাংবাদিকতার প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। সাংবাদিকতার নতুন ধারায় অনন্য মাত্রা যোগ করবে এই ইউনিটি। সোনাতলা রিপোটার্স ইউনিটির অবস্থান হবে সব সময় অন্যায় ও হলুদ সাংবাদিকতার বিপক্ষে।