বগুড়ার খবর
হরতালের সমর্থনে সোনাতলায় বিএনপি’র মিছিল

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
ও
বিএনপি ও সমমনাদলবিহীন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রতিবাদে ৬ ও ৭ জানুয়ারি হরতালের সমর্থনে শনিবার সকালে মিছিল করেছে সোনাতলা উপজেলা বিএনপি ও অঙ্গদল। মিছিলটি ঘোড়াপীর এলাকা থেকে শুরু হয়ে সোনাতলা ফাজিল মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা ও পৌর কাউন্সিলর হারুনুর রশীদ,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, স্বেচ্ছাসেবক দল নেতা মহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।