সোনাতলা ফুটবল একাডেমি’র উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


সোনাতলা ফুটবল একাডেমি’র উদ্যোগে রবিবার বিকেলে সোনাতলা মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় অংশগ্রহণ করে সোনাতলা ফুটবল একাডেমি বালক দল ও দুপচাঁচিয়া ফুটবল একাডেমি বালক দল। দিনের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে সোনাতলা ফুটবল একাডেমি বালিকা দল ও দুপচাঁচিয়া ফুটবল একাডেমি বালিকা দল।
প্রথম খেলায় ১-০ গোলে জয়ী হয় দুপচাঁচিয়া ফুটবল একাডেমি বালক দল এবং দ্বিতীয় খেলায় সোনাতলা ফুটবল একাডেমি বালিকা দল ২-০ গোলে দুপচাঁচিয়া ফুটবল একাডেমি বালিকা দলকে পরাজিত করে।
প্রধান অতিথি হিসেবে প্রীতি ফুটবল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ।
এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা পৌর যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল হোসেন খোকন, পাভেল আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, যুবদল নেতা জিয়াউল হক সাগর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, সাংবাদিক জাহিনুর ইসলাম, সোনাতলা ফুটবল একাডেমি’র পরিচালক ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসিফ রেজা নিয়ন,পৌর ছাত্রদলের সভাপতি বকুল মিয়া,
সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকবির, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম ইসলাম, বালুয়াহাট ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি লিমন ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক এম আর হাসান রিয়াদ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব রতন , উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপি’র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের নির্দেশনায় ও সোনাতলা ফুটবল একাডেমি’র উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।