বগুড়ার খবর

সরকারি নাজির আখতার কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শিমন আহম্মেদ বাদল

বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপি কর্মসূচির মধ্যে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফ। এরপর আনন্দ র‌্যালি প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষসহ কলেজের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাথী। শ্রদ্ধা নিবেদন শেষে বিজ্ঞান ভবনের ছয় তলা কনফারেন্স রুমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটি-২০২৪ এর আহবায়ক মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন প্রফেসর মোঃ আলী আশরাফ । মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু তালহা মোহা : মনিরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক এইচ,এম শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাদের, ওবায়েদ ওয়ালী,প্রভাষক মোঃ আরিফুল ইসলাম, মোঃ আবু সাঈদ কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মোঃ মিলন ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোছাঃ নীলুফা ইয়াসমিন, মোঃ মোজাফ্ফর হোসেন, প্রভাষক ,মোঃ আতিকুর রহমান, মোছাঃ কামরুন নাহার , বিশ্বজিত বিশ্বাস,সজল কুমার মন্ডল,খন্ডকালীন শিক্ষক মোছাঃ দিলরু খাতুন, নাসরিন আক্তার যুথী, শওকত হোসেন নয়ন,অরুণ কুমার চাকীসহ অন্যান্য কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীরা ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মোঃ মিনহাজ রহমান।
পরে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সবুর এর নেতৃত্বে অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button