সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকার আয়োজনে সোনাতলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকার আয়োজনে সোনাতলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সোনাতলা মিনি স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে নীলদল একাদশ ৫-৪ গোলে লালদল একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলকে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকার সদস্য সচিব শাফিউল ইসলাম বিব্বুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকার সিনিয়র সদস্য আশরাফুল হায়দার সুমন, যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মানিক, সামিউল বাসার নয়ন, ক্রীড়ামোদী জামাল উদ্দীন বুলু, লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন, সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকার সদস্য আবু সালেহ, শওকত কবীর, হাসানুর রহমান সজিব, লাপিজুর রহমান বাবু, রাশেদুল ইসলাম রাশেদ, মামুনুর রশীদ মামুন, মেহেদী হাসান সনি, রবিউল ইসলাম শাকিল, শাহরিয়ার হাসিব।