বগুড়ার খবর
সোনাতলার যমুনা নদী তীরবর্তী অঞ্চলে নির্বিচারে ধরা হচ্ছে ঘুঘু ও হরিয়াল পাখি

স্টাফ রিপোর্টার

সোনাতলার যমুনা নদী তীরবর্তী অঞ্চলে নির্বিচারে ধরা হচ্ছে ঘুঘু ও হরিয়াল পাখি। উপজেলার যমুনা তীরবর্তী তেকানী চুকাইনগর ইউনিয়ন, মধুপুর ইউনিয়ন ও পাকুল্লা ইউনিয়নের বিভিন্ন স্থান তেকে নির্বিচারে ঘুঘু ও হরিয়াল পাখি শিকার করছে একটি সংঘবদ্ধ গ্রæপ। সংঘবদ্ধ গ্রæপটি মোটরসাইকেল যোগে ওই ইউনিয়নগুলোর বিভিন্ন স্থানে গিয়ে ইয়ারগান দিয়ে এই শিকার কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও জাল দিয়ে কৌশলে পাখি শিকার করছে সংঘবদ্ধ চক্রটি। পরিবেশবিনাশী এমন কার্যক্রমে যমুনা তীরের জনপদের সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। সাধারণ মানুষ এমন ঘটনা রোধে প্রশাসনের আশু পদক্ষেপ কামনা করেছে।



