বগুড়ার খবর
হারানো ছেলেটির খোঁজ পেলে পরিবারকে জানানোর অনুরোধ


বগুড়ার সোনাতলা উপজেলার গড়ফতেপুরের বাসিন্দা মোঃ হানজালা নামের ১৫ বছর বয়সী ছেলেটি গত ০১.০১.২০২৬ আনুমানিক রাত ০৯ টার দিকে নিজ বাসা হতে রাতের খাবার খাওয়ার পর ‘স্কুল অব দ্যা হলি কুরআন, বগুড়া’ লোগোযুক্ত ব্যাগসহ কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে নিখোঁজ হয়। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ছেলেটির খোঁজ পেলে নিচের ফোন নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
ফোন: (বাবা):01911003937,(ভাই) 01711247790



