সারাদেশ

সাঘাটায় উপজেলা ভাইস চেয়াম্যান পদের নির্বাচনে প্রার্থীরা সরব ভোটাররা নিরব

জয়নুল আবেদীন,সাঘাটা,(গাইবান্ধা) প্রতিনিধি

 

আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ এর শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন। নির্বাাচনের দিন-ক্ষণ ঘনিয়ে আসলেও জমছে না ভোটের মাঠ । প্রার্থীরা ভোটের মাঠে সরব থাকলেও ভোটাররা রয়েছে এখনও নিরব । ইতোমধ্যেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এ্যাড. সামশীল আরেফিন টিটুকে চেয়ারম্যান নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়েছে। একারণে এ উপজেলায় কেবল ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি হিসেবে ২ জন সংরক্ষিত মহিলা,ও ৯ জন সাধারণ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। তারা ভোট প্রার্থনায় রাত দিন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নিরুতসাহিত ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহ যোগানোর চেষ্টা করছেন।
সাঘাটা উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আগামী ৮ মে প্রথম ধাপে কেবল সংরক্ষিত মহিলা ও সাধারণ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাত্র ২ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন: পদুমশহর মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশন আরা বেগম ও সাবেক সংরক্ষি মহিলা ভাইস চেয়াম্যান নাজনীন বেগম। এছাড়া সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- গাইবান্ধা জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক মিলন সরকার (বই মার্কা), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান (তালা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাঘাটা উপজেলা শাখার সহ-সভাপতি আমির হোসেন (বাল্ব), জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোস্তম আলী (গ্যাস সিলিন্ডর), সাঘাটা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শাহজাহান আলী (টিউবওয়েল), সাঘাটা ডিগ্রী কলেজের অধ্যাপক এ কে এম মমিতুল হক সরকার (চশমা) , আওয়ামী লীগের সমর্থক এটিএম সাখাওয়াত হোসেন রুবেল (মাইক) , আওয়ামী লীগের সমর্থক আব্দুল মজিদ (টিয়া পাখি) ও আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বল হোসেন ( উড়োজাহাজ)।
নির্বাচন সষ্ঠু ,অবাধ ও নি্রপেক্ষ করার লক্ষে সবধরণের প্রস্তুতি গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাটে-বাজারে- পথে-ঘাটে গণসংযোগের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিরামহীন ভাবে ভোট প্রার্থনা করছেন। কিন্তু ভোটারদের মধ্যে এ নির্বাচন নিয়ে তেমন উৎসাহ দেখা যাচ্ছে না। সাধারণ ভোটাররা প্রার্থীদের ভোট প্রার্থনার প্রতি গুরুত্বই দিচ্ছেন না। অনেকেই বলছেন বিনা-প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। শুধু ভাইস ভাইস চেয়ারম্যানের ভোট দেয়ার তেমন একটা আগ্রহ নেই। ফলে প্রার্থীরা ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন। প্রার্থীরা নিরুৎসাহিত ভোটারদেরকে ৮ মে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের প্রতীকে ভোট দেওয়ার জন্য নানাভাবে উৎসাহ দিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button