বগুড়ার খবরশিক্ষা
সড়ক দুর্ঘটনায় সরকারি নাজির আখতার কলেজের শিক্ষার্থীর মৃত্যুতে শোক

শিমন আহম্মেদ বাদল
সরকারি নাজির আখতার কলেজের দ্বাদশ (মানবিক) শ্রেণির শিক্ষার্থী মোছাঃ শাহানা খাতুন অদ্য সকাল ৯ টা ৩০ মিনিটে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে (ইন্না—রাজেউন)। মোটরসাইকেলযোগে কলেজে যাওয়ার পথে কর্পূর-বালুয়াহাট সড়কে পাঁচকুড়া ব্রীজে বিপরীতমুখী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে সে মৃত্যুবরণ করে। শাহানা দিগদাইড় ইউনিয়নের মোঃ আব্দুর রহিম এর মেয়ে।
সরকারি নাজির আখতার কলেজের শিক্ষার্থী মোছাঃ শাহানা খাতুনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরকারি নাজির আখতার কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক ও কর্মচারী।