বগুড়ার খবর

গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবিতে সোনাতলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শিমন আহম্মেদ বাদল

বগুড়ার সোনাতলায় জামায়াতের উদ্যোগে ফিলিস্থিনের গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল সোমবার বাদ আছর সোনাতলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা মোড় হতে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে সোনাতলা সোনাতলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা মোড়ে পথসভায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফজলুল করিম এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের নিবার্হী সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, মধুপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নিবার্হী সদস্য ডা: নুরুল আমীন সরকার, পৌর আমীর অ্যাডভোকেট মানজার জাহিদ।
বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। থামার কোনও নামগন্ধ নেই। প্রতিদিনই ঝরছে শত শত প্রাণ। বাদ যাচ্ছে না নারী-শিশুরাও। ওই দিকে জাতিসংঘসহ বিশ্বমোড়লরা নাক ডেকে ঘুমাচ্ছে। তাদের ‘ঘুম ভাঙাতে’ বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় ফুঁসে উঠেছে মুসলিম জনতা। তারা অবিলম্বে এ নিষ্ঠুর হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button