ইনশাআল্লাহ্ আগামী দিনে বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশসেবা করবেন–হেলালুজ্জামান তালুকদার লালু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনাতলায় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সোনাতলা পৌর সদরে শহিদ সৈকত চত্বরে বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও গাবতলী-শাহজাহানপুর আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি রাজপথের সংগঠন। বিএনপি বিগত দিনেও রাজপথে ছিল, বর্তমানেও রাজপথে আছে এবং আগামীদিনেও রাজপথে থাকবে। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ্ আগামী দিনে বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশসেবা করবেন। সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ডা. শাহ্ মোহাম্মদ শাহজাহান আলী, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম। বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন। উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব মোহন, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল সোনাতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, উজ্জল হোসেন খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, মনি-পঞ্চায়েত ট্রাস্টের চেয়ারম্যান, বিএনপি নেতা মহিদুল ইসলাম রিপন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. হুমায়ন কবীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব রাজা, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা কমিটির যুগ্ম সম্পাদক গাজী শায়লা মুক্তা, পৌর বিএনপির সহ-সভাপতি আহসানুল মোমেনীন সোহেল, আবু সুফিয়ান পলিন, জহুরুল ইসলাম মন্ডল শেফাসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।