বগুড়ার খবর
সোনাতলায় শীতার্ত মানুষের মাঝে বগুড়া কৃষিবিদ ফোরাম’র শীতবস্ত্র বিতরণ

ইকবাল কবির লেমন
রোববার বিকেলে সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর মাঝিপাড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বগুড়া’র পুলিশ সুপার কৃষিবিদ সুদীপ কুমার চক্রবর্তী। দেড়শ’ মানুষের মাঝে তিনি কম্বল বিতরণ করেন। বগুড়া কৃষিবিদ ফোরামের উদ্যোগে কম্বলগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম কৃষিবিদ মহসীন আলম, বিএডিসি বগুড়া অঞ্চলের যুগ্ম পরিচালক কৃষিবিদ কাজেম আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মীর মোঃ আব্দুর রশীদ, কৃষিবিদ ড. শহীদুল আলম, কৃষিবিদ বিপ্লব কুমার ও সোনাতলা থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা।