বগুড়ার খবর

সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি বাছাই ২৯ এপ্রিল

বগুড়া বার্তা ডেস্ক

আসন্ন সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপে আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়নের জন্য রেঞ্জ/জেলা কর্তৃক নির্ধারিত কমিটির মাধ্যমে যোগ্যতাসস্পন্ন সদস্য বাছায় করে নিয়োগ প্রদান করা হবে।

নির্বাচনে দায়িত্ব পালনে ইচ্ছুক সোনাতলা উপজেলার সকল আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের আগামী ২৯/০৪/২০২৪ খ্রিঃ, সোমবার, সকাল- ০৮.০০ টায় সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে সোনাতলা আনসার ও ভিডিপি অফিস।

সঙ্গে আনতে হবে-
★ NID কার্ড সঙ্গে আনতে হবে।( মূল কপি)
★ ট্রেনিং সাটিফিকেট সঙ্গে আনতে হবে। (মূল কপি)
★ বিকাশ নম্বর ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button