বগুড়ার খবর
সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকা’র নতুন আহ্বায়ক কমিটি গঠিত

ইকবাল কবির লেমন
সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকা’র ১০১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নতুন আহ্বায়ক কমিটিতে আব্দুল হান্নানকে আহ্বায়ক, আবু হেলাল, আহসান হাবীব, ওয়াসিম মানিক, সামিউল বাসার নয়ন, নাহিদ হোসেনকে যুগ্ম আহ্বায়ক এবং শাফিউল ইসলাম বিব্বুকে সদস্য সচিব করা হয়েছে।
শুক্রবার (০৯-০৫-২৫) সকাল ১০ টায় ঢাকার চন্দ্রিম উদ্যানে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আব্দুল হান্নান। সভায় উপস্থিত ছিলেন আশরাফুল হায়দার সুমন, সামিউল বাসার নয়ন, সরকার আজমীর হাসান বিল্টু, শওকত, সজীব, মামুন,মাহমুদুল হাসান, হাসানুর রহমান সজীব, সাব্বির, আসাদুজ্জামান মনির ও আবু হেলাল প্রমূখ। আগামী ৬ মাসের জন্য এ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।