বগুড়ার খবরশিল্প-সাহিত্য-সংস্কৃতি
প্রয়াস সাহিত্য আড্ডায় সাহিত্য-সংস্কৃতির প্রাণবন্ত আলোচনা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ার সোনাতলা পৌর সদরের বড় বাজার এলাকায় ‘প্রয়াস’ কার্যালয়ে অনুষ্ঠিত হলো প্রয়াস সাহিত্য আড্ডা। প্রয়াস সম্পাদক ইকবাল কবির লেমনের সভাপতিত্বে সাহিত্য আড্ডায় মুখ্য আলোচক হিসেবে সাহিত্য আলোচনা করেন কবি-বিজ্ঞানী ও লালন গবেষক ড. আজাদুর রহমান। সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করেন ড. আজাদুর রহমান এর সহধর্মিণী কবি লিনা আজাদ, আবৃত্তিকার ও কবি তাহেরুল ইসলাম উজ্জ্বল, লতিফা বানু ফেন্সি, নিত্যনন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবী, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ’র চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল, নুরে আলম সিদ্দিকী সবুজ ও মামুনুর রশীদ লিংকন।
সাহিত্য আড্ডায় প্রম ও দ্রোহের কবি প্রয়াত হেলাল হাফিজ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।