বগুড়ার খবর

সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রী কলেজ থেকে বিপুল পরিমাণ সরকারি মালামাল জব্দ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:

বুধবার দুপুরে বগুড়ার সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রী কলেজের একটি কক্ষ থেকে এডিপি’র অর্থায়নে কেনা বিপুল পরিমাণ সরকারি সম্পদ জব্দ করেছে সাধারণ জনতা। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, প্যানেল মেয়র মশিউর রহমান রানা, কাউন্সিলর হারুন-অর-রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকা। ওই সময় কলেজের পশ্চিম পাশের ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মালামালগুলো উদ্ধার করা হয়। কক্ষে প্রবেশ করে ১৫ বস্তা কম্বল, ১৮টি স্প্রে মেশিন, ১ বস্তা ছাতা, ৮ কার্টুন কাপ , ৩ জোড়া গাম বুট, ৩ বস্তা পাট বিজ, ১৮ টি বেঞ্চ, ৫টি টেবিল, ২০ টি চেয়ার ও ১টি মেট্রেস পাওয়া গেছে। উদ্ধারকৃত মালামাল পৌরসভার জিম্মায় রাখা হয়েছে।

পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু বলেন, মালামাল যেন তছরুপ না হয় সে কারণে উপস্থিত জনতার দাবির প্রেক্ষিতে সেগুলো পৌরসভায় রাখা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকা জানান, এডিপি’র অর্থায়নে কেনা এসব মালামাল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ অ্যাড. মিনহাদুজ্জামান লীটন এই কলেজে রাখতেন এবং এখান থেকেই বিতরণ করতেন। উদ্ধারকৃত মালামাল ছাত্র-জনতা,সাংবাদিক জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী এবং পৌরসভার কাউন্সিলরদের উপস্থিতিতে নিরাপত্তার স্বার্থে এবং উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পৌরসভার প্রধান সহকারী ও মেয়রের কাছে মজুদ রাখা হলো।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন বলেন, মালামাল উদ্ধার হওয়ার বিষয়টি আমি জানি, আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তার গোডাউনে রাখার পরামর্শ দিয়েছিলাম কিন্তু উপস্থিত জনতার দাবির প্রেক্ষিতে পৌরসভার গোডাউনে রেখেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button