রাকিবুল ইসলাম , ধুনট (বগুড়া)
বগুড়ার ধুনটে কাউসার হোসাইন সাফল্যের মুখ দেখেছে কৃষি খাতে স্ট্রবেরি চাষ করে। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর কোদলাপাড়া গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স সম্পর্ন করেন। সে গত ২০২৩ সালে ১১ শতাংশ জমিতে ১৫ হাজার টাকা খরচ করে ৬৫ টি ভিয়েতনাম জাতের মালটা চাষ করে। দুই বছরে ওই জমি থেকে দেড় লাখ টাকা আয় করে এবং ৩ শতক জমিতে পরীক্ষা মুলক ৪০০ পিচ স্ট্রবেরীর চারা লাগায় কাউসার হোসাইন। এছাড়াও ৫ বছর আগে ২০২১ সালে ৫৫ হাজার টাকা খরচ করে ৩৩ শতাংশ জমিতে থাই পেয়ারা চাষ করে। পাশাপাশি আরো ৩৩ শতাংশ জমিতে
২০২৩ সালে প্রায় ৪০ হাজার টাকা খরচ করে ভারত সুন্দরী নামের কুল (বড়ই) চাষ করে। বর্তমান সময়ের সে এক বিঘা জমিতে ২ হাজার ৭শ টি স্ট্রবেরি চারা রোপন করে। কাউসার হোসাইন জানান, লেখা পড়ার পাশাপাশি আমি নিজস্ব জমিতে মাল্টা, পেয়ারা, বড়ই, ড্রাগন চাষ করি। গতবার পরীক্ষামূলকভাবে হলেও, চলতি বছরেই এক বিঘা জমিতে স্ট্রবেরি চাষ শুরু করেছি। ফলন বেশ ভালো হয়েছে, কতবার তুলনায় লভ্যাংশ এবার একটু বেশি হবে। স্থানীয় ইউপি সদস্য রাকিবুল ইসলাম বলেন, কাউসার হোসাইন লেখাপড়ার পাশাপাশি কৃষিতে এমন সাফল্য বয়ে আনবে তা আমরা কল্পনাও করিনি। তবে তার এই চাষাবাদ দেখে স্থানীয় অনেকই ফল চাষের প্রতি আগ্রহী হচ্ছে।