বগুড়া কালেক্টরেট স্কুল ও কলেজে জেলা প্রশাসনের তদন্ত কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন

আব্দুল ওয়াদুদ,বগুড়া
বগুড়া কালেক্টরেট স্কুল ও কলেজে জেলা প্রশাসনের তদন্ত কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া সেখানে স্বৈরাচারের দোসররা শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আল মামুন সরদারের বিরুদ্ধে আওয়ামীলীগ সমর্থক কতিপয় শিক্ষক তাদের সমর্থক শিক্ষার্থীদের উস্কে দিয়ে তার পদত্যাগ দাবী করে মিছিল করে। এর পর কতিপয় শিক্ষক কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরাবর ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মের অভিযোগ করেন। এ প্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও ম্যানেজিং কমিটির সভাপতি মেজাবাউল করিম ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহবায়ক , জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করেন। কিন্তু কমিটির দুই সদস্যের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, সরকারের তদন্ত কমিটি গঠন সংক্রান্ত গত ১১মে ’২০২৪ প্রকাশিত গেজেট মোতাবেক কমিটির সদস্য হবেন একজন শিক্ষক ও একজন অভিভাবক সদস্য। এ ক্ষেত্রে ওই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে সুস্ঠু তদন্তের স্বার্থে কমিটি গঠনের পর অভিযুক্ত আল মামুন সরদার কে সাময়িক বরখাস্ত করে সহকারী শিক্ষক শাহজাহান আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আল মামুন সরদার বলেছেন, তদন্ত কমিটি সঠিক না হওয়ায় ন্যায় নিয়ে আমি শংকিত। তাই সরকারী গেজেট মোতাবেক তদন্ত কমিটি গঠন করা হোক।