বগুড়ার খবর
শিবগঞ্জে মহিলার চা’র দোকানে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ

কামরুল হাসান,শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে শান্তনা নামের এক মহিলার চার দোকানে হামলা ও ভাঙচুর এর ঘটনা ঘটেছে।
এব্যাপারে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, ৪ অক্টোবর বিকেলে উপজেলার ময়দাহাট্টা ইউনিয়ন এর কালাইহাট্টা কলেজ মোড়ে এ ঘটনা ঘটেছে।
শান্তনা ঐ এলাকার মাহবুবর আলম এর স্ত্রী। এব্যাপারে শান্তনা বলেন, তিনি প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে ঐ মোড়ে আমি চা বিক্রি করছিলাম,
এসময় ওই এলাকার আফসার এর ছেলে রিমন পাশ্ববর্তী গ্রামের জনৈক এক ব্যক্তির সাথে কোন এক বিষয় নিয়ে বাক- বিতণ্ডায় জড়িয়ে পরে, এসময় শান্তনার স্বামী মাহবুবুর আলম রিমনকে ঝগড়া করতে নিষেধ করলে, রিমন ক্ষিপ্ত হয়ে আমার দোকান ভেঙে ফেলে এবং আমাকে মারধর করে।
এব্যাপারে শিবগঞ্জ থানার ওসির সাথে কথা বললে, তিনি বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।