বগুড়ার খবরশিক্ষা

নাসার ভার্চুয়াল গেস্ট হলেন সোনাতলার শাহরিয়ার হাসিব

স্টাফ  রিপোর্টার

বগুড়ার সোনাতলা উপজেলার কৃতী সন্তান, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী শাহরিয়ার হাসিব যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)–র Artemis II Virtual Guest Program-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। রেজিস্ট্রেশন সম্পন্নের পর তিনি এখন আনুষ্ঠানিকভাবে নাসার ভার্চুয়াল অতিথি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নাসার এ কর্মসূচির মাধ্যমে শাহরিয়ার হাসিবের নামও আর্টেমিস-II মহাকাশযানের ডাটাবেজে সংরক্ষিত থাকবে এবং প্রতীকীভাবে চাঁদের উদ্দেশে যাত্রা করবে। এর ফলে তিনি নাসার আর্টেমিস-II মিশনের আপডেট, লঞ্চের আগে বিশেষ তথ্য এবং ভার্চুয়াল ইভেন্টে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন। এ কর্মসূচির মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তের মহাকাশপ্রেমীরা নাসার কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার সুযোগ পান।

শাহরিয়ার হাসিব বলেন, “এটা আমার জন্য অনন্য অভিজ্ঞতা। মহাকাশ অভিযানের ইতিহাসে অংশ নিতে পারা সত্যিই গর্বের।”

উল্লেখ্য, আর্টেমিস-II হলো নাসার মহাকাশচারীসহ চাঁদে ফেরার অভিযানের প্রস্তুতিমূলক একটি গুরুত্বপূর্ণ মিশন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button