সোনাতলার মণ্ডমালা হিলফুল ফুজুল সামাজিক সংগঠন কাজ করতে চায় মানুষের কল্যাণে

শিমন আহম্মেদ বাদল
বগুড়া’র সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের মণ্ডমালা গ্রামের সামাজিক সংগঠন হিলফুল ফুজুল সামাজিক সংগঠন। ২০২৫ সালের ১ জানুয়ারি মণ্ডমালা গ্রামের একদল তরুণ-যুবকের উদ্যোগে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয় সামাজিক সংগঠনটি। ইতোমধ্যেই সংগঠনটি এলাকায় দুঃস্থ মানবতার সেবায় নানাবিধ কার্যক্রম, বৃক্ষরোপণ কার্যক্রম করে সাধারণ মানুষের সুনাম কুড়িয়েছে। দিনদিন কল্যাণকর কাজে অগ্রসর হচ্ছে হিলফুল ফুজুল সামাজিক সংগঠন, ম-মালা।
সংগঠনের সাথে যুক্ত থেকে সামাজিক কার্যক্রমকে এগিয়ে নিতে সচেষ্ট রয়েছেন মোঃ মমিদুল ইসলাম মমিন আকন্দ ( প্রধান উপদেষ্টা), মোঃ জামাল প্রধান (সভাপতি), মোঃ সায়েদজামান প্রধান (সাধারণ সম্পাদক), মোঃ মাহফুজার রহমান প্রধান (সদস্য সচিব), মোঃ এনামুল হক আকন্দ (সাংগঠনিক সম্পাদক), মোঃ মাহবুবুর রহমান মাহবুব (প্রচার ও প্রকাশনা সম্পাদক), বজলুর রহমান প্রধান ( অর্থ বিষয়ক সম্পাদক) সহ একদল তারুণ্যদীপ্ত তরুণ-যুবক।