শহীদ আবরার ফাহাদের শাহাদাৎবার্ষিকীতে সরকারি নাজির আখতার কলেজ ছাত্রদলের কর্মসূচি পালন

শিমন আহম্মেদ বাদল
ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী, দেশপ্রেমিক শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৭ অক্টোবর সোমবার নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে সরকারি নাজির আখতার কলেজে র্যালি ও স্মরণসভা করেছে সরকারি নাজির আখতার কলেজ ছাত্রদল। স্মরণসভায় বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবির, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসিফ রেজা নিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব বাবু, সদর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান,সরকারি নাজির আখতার কলেজ ছাত্রদল নেতা বাঁধন, সম্রাট, ফরহাদ, লিমন, শ্রাবণ, পরশসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।