বগুড়া-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেনের তারেক রহমান প্রদত্ব ৩১ দফার লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
শুক্রবার বিকেলে বগুড়া’র সোনাতলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ব রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও বগুড়া-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন চৌধুরী। তিনি সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন, ভেলুরপাড়া ও পদ্মপাড়ায় এই লিফলেট বিতরণ করেন। বিতরণকালে তিনি বলেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামত করে একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।’
এ সময় তাঁর সাথে ছিলেন দিগদাইড় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল হক টুল্লু, দিগদাইড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, জোড়গাছা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, মধুপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জুয়েল, পাকুল্লার যুবদল নেতা লেমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ। এর আগে মোশারফ হোসেন সোনাতলা উপজেলার দক্ষিণ পদ্মপাড়া জামে মসজিদে জুম্মার নামাজের আগে জিয়া পরিবারের সকল সদস্যের জন্য দোয়া প্রার্থনা করেন।