স্টাফ রিপোর্টার
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের ৩০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনিত হয়েছেন কুড়িগ্রামের ইবতেদায়ী মাদরাসা শিক্ষক নুরুন্নবী আলী ও মহাসচিব মনোনিত হয়েছেন বগুড়ার ইবতেদায়ী মাদরাসা শিক্ষক মোঃ শামছুল আলম। কমিটিতে সর্বসম্মতিক্রমে প্রধান উপদেষ্টা মনোনিত হয়েছেন মোঃ আব্দুস সাত্তার। উপদেষ্টা মনোনিত হয়েছেন মোঃ
সাইফুল ইসলাম ও মোঃ আব্দুস সাত্তার। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান, সহ-সভাপতি মোঃ আবু জাফর, মোঃ মাহতাব হোসাইন, মোঃ বছির উদ্দিন ও মোঃ আনিছুল হক। বুধবার (১০-১২-২৫) ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ একাডেমিতে মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনটির বর্ধিত সভায় এই কমিটি অনুমোদিত হয়।