সারাদেশ

আটোয়ারীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশে ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সরকারি,আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমুহে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক অর্ধনমিত রাখা, মডেল মসজিদে কুরআন খানি ও দোয়া, বিভিন্ন মসজিদ,মন্দির ও গির্জায় ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ছিল অন্যতম। দিবসের সূচনায় প্রথম প্রহরে রাত ১২ টা ০১ মিনিটে উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের পর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে থেকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ শাফিউল মাজলুবিন রহমান। এরপর আটোয়ারী থানা পুলিশের পক্ষ থেকে ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল পুস্পস্তবক অর্পণ করেন। পরে পর্যায়ক্রমে উপজেলা ভূমি অফিস, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, কৃষি অফিস, আনসার ও ভিডিপি অফিস, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, পল্লীবিদ্যুৎ সমিতি, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, বিএম কলেজ, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা বিএনপি, জাগপা, জাসদ, জাতীয় নাগরিক কমিটি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ অংগ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, এনজিও নেতৃবৃন্দ শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের বেদী সর্বসাধারণের জন্য উম্মুক্ত করে দেয়া হয়। শুক্রবার (২১ ফেব্রæয়ারি) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটির উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমৃচারী, বিভিন্ন রাজনৈতিক দল সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button