সোনাতলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিমন আহম্মেদ বাদল

বগুড়ার সোনাতলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন, বগুড়া ও দুর্নীতি প্রতিরোধ কমিটি, সোনাতলা,বগুড়ার ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল ১০ টায় সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে এই চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও বয়ড়া উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয় সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় দল।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিতদের পুরস্কৃত করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার নুসরাত জাহান, মৎস্য সম্প্রসারণ অফিসার রোকসানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ।



