জাতীয়

আটকে গেলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩৪১ জন আউটসোর্সিং জনবলের বেতন

স্টাফ রিপোর্টার

আটকে গেলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩৪১ জন আউট সোর্সিং জনবলের বেতন। দু’মাস ধরে বেতন ভাতা না পাওয়ায় বর্তমানে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
গত ২২/১১/২৪ তারিখে আহবানকৃত টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে কেএসএফ ট্রেড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩৪১ জন আউটসোর্সিং জনবলের কার্যাদেশ প্রাপ্ত হয়। প্রতিষ্ঠাননটি মাদকদ্রব্য অধিদপ্তরের চাহিদা অনুযায়ী জনবল সরবরাহ করলেও যোগদানের ২ মাসের মাথায় বিশেষ কারণে গত ১৭/০৫/২০২৫ উক্ত ৩৪১ জন জনবল ২ ভাগে (১৬৫+১৭৬) ভাগ করে পুনরায় জাতীয় পত্রিকায় দরপত্র আহবান করে কর্তৃপক্ষ। ৪ মাস অতিবাহিত হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ একটি মহলের কারণে কারণে আহবানকৃত টেন্ডারের কার্যক্রম সম্পাদিত হয়নি। এর ফলে অত্যন্ত বিড়ম্বিত জীবন-যাপন করছে আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত ৩৪১ জন মানুষ।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে্র জেলা কার্যালয়, রংপুরে আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী শুভ দাস এবং জেলা কার্যালয়, রাজশাহীতে নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী মিলন চন্দ্র বলেন, দুইমাস ধরে বেতন না পেয়ে আমরা পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি শিগগিরই আমাদের বেতন প্রদানের ব্যবস্থা করা হোক।
এ ব্যাপারে ৩৪১ জন আউটসোর্সিং জনবলের কার্যাদেশপ্রাপ্ত কেএসএফ ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামীম হোসাইন বলেন, এখানে আউটসোর্সিং জনবলের ক্ষেত্রে বেতন ছাড় করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেতন প্রদান করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমার প্রতিষ্ঠানের কাজের কোন গাফিলতি না থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জুলাই ও আগস্ট এই দুই মাসের জন্য আমার কাজের মেয়াদ বৃদ্ধি করে। যেহেতু আমার প্রতিষ্ঠানের কাজের কোন গাফিলতি নাই সেহেতু ৩৪১ জন আউটসোর্সিং জনবলের দুইমাসের বেতন আপডেট করতঃ আমার প্রতিষ্ঠানের কাজের মেয়াদ একবছরের জন্য নবায়নের অনুরোধ করছি।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জাকির হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button