সারাদেশ
মান্দায় দিঘির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মহসিন রেজা, নওগাঁ
নওগাঁর মান্দায় দিঘির পানিতে ডুবে হুজায়ফা নামে তিন বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর পারইল দিঘিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু হুজায়ফা ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
শিশুর বাবা সাইফুল ইসলাম জানান, ছেলে হুজায়ফা পার্শ্ববর্তি একটি সরকারি দিঘির পাড়ে সমবয়সী ফারজানা নামের এক শিশুর সঙ্গে খেলা করছিল। খেলাধুলার কোন এক সময় দিঘিতে পড়ে যাওয়া জুতা উঠাতে গিয়ে দিঘির পানিতে পড়ে যায় সে। পরবর্তীতে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, এ বিষয়ে আমি অবগত নই।