ক্রীড়াবগুড়ার খবর

সোনাতলার কৃতী ফুটবলার রাকিব হোসেন,ফুটবলই যার ধ্যান-জ্ঞান

ইকবাল কবির লেমন

বগুড়ার সোনাতলা উপজেলার কৃতী ফুটবলার হিসেবে সর্বজনবিদিত এক নাম রাকিব হোসেন। ফুটবলই তাঁর ধ্যান ও জ্ঞান। সোনাতলা উপজেলার গড়চৈতন্যপুর গ্রামে জন্ম নেয়া কৃতী ফুটবলার রাকিব হোসেন ২০০০ সালে সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয়ের হয়ে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তাঁর ফুটবল খেলোয়াড়ী জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
বিভিন্ন সময় জাতীয় ও স্থানীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখা সোনাতলার ফুটবল অঙ্গন ছোটবেলা থেকেই টানতো রাকিব হোসেনকে। বল দেখলেই দৌড়ে যেতেন বলের কাছে, বন্ধু-বান্ধবদের সাথে খেলতেন গ্রামীণ মাঠে। তাঁকে উৎসাহ দিতেন বাবা আব্দুল লতিফ।
২০০৮ সাল থেকে রাকিব হোসেন আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশগ্রহণ করেন। একই সময়ে তিনি বগুড়া জেলা দলে খেলার সুযোগ পান। ২০০৮ ও ২০০৯ সালে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধিনে ফেডারেশন কাপ টুর্নামেন্টে বিকেএসপির হয়ে অংশগ্রহণ করেন। ২০১০ সালে তিনি বিকেএসপি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে বি-স্পোর্টস্ ডিগ্রী সম্পন্ন করেন। একই সালে বিকেএসপির হয়ে তিনি ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণ করেন। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লীগে ‘বিসিআইসি’ ফুটবল ক্লাবের হয়ে অংশগ্রহণ করেন। ২০১২-১৩ সালে তিনি চট্টগ্রাম আবাহনী’র হয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি ঢাকায় বাংলাদেশ বয়েজের হয়ে প্রথম বিভাগ, মুগদা সমাজকল্যাণ পরিষদের হয়ে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণ করেন এবং কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এছাড়াও বিভিন্ন জেলা লীগে তিনি নিয়মিত অংশগ্রহণ করেন। ২০১৯ সালে তাঁর অধিনায়কত্বে সোনাতলা উপজেলা একাদশ দল বগুড়ায় অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়।খেলাধুলা বিশেষত,ফুটবল খেলার উন্নয়নে ২০১৫ সালে তাঁর নেতৃত্বে সোনাতলায় গঠন করা হয় ‘সোনাতলা ফুটবল একাডেমি’। কোচ হিসেবে ২০১৫ সালে নিজের প্রতিষ্ঠিত সোনাতলা ফুটবল একাডেমিতে দায়িত্ব পালন শুরু করেন তিনি। ২০১৮ সালে তিনি বামনডাঙ্গা (সুন্দরগঞ্জ) ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবে তিন মাসের ফুটবল ক্যাম্পে কোচিং দেন। ২০২২ সালে বগুড়া জেলা বালিকা দলের (অনূর্ধ-১৭) কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। একই সালে ঢাকা পাইওনিয়ার লীগে ঢাকা স্পোর্টস একাডেমি’র কোচের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে বগুড়ায় দ্বিতীয় বিভাগ ফুটবল বাছাই লীগে ‘নুছাইফা ফুটবল একাডেমি’র কোচের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গাবতলী উপজেলার ‘রক্সি ফুটবল একাডেমি’র কোচের দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন হতে ‘এএফসি’র ‘সি’ কোচিং ডিপ্লোমা সম্পন্নকারী কৃতী ফুটবলার রাকিব ‘এএফসি’র গ্রাসরুট কোর্সও কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। ২০০৭ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত তৃতীয় শ্রেণির রেফারী কোর্স সম্পন্ন করেন রাকিব হোসেন। ২০২২ সালে তিনি বগুড়া জেলা ফুটবল রেফারী অ্যাসোসিয়েশনের সদস্য হন। সেই থেকে তিনি রেফারী হিসেবে দেশের বিভিন্ন টুর্নামেন্টে দায়িত্ব পালন করে চলেছেন।
বিগত সময়গুলোতে সোনাতলার ফুটবল অঙ্গন নিয়ে অনেকের প্রাণান্ত প্রচেষ্টা থাকলেও বর্তমানে সোনাতলার ফুটবল নিয়ে ব্যাপক কাজ করছেন কৃতী খেলোয়াড় রাকিব হোসেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে সোনাতলা ফুটবল একাডেমি ইতোমধ্যেই সোনাতলায় তৈরি করতে সক্ষম হয়েছে একঝাঁক তারুণ্যদীপ্ত ফুটবল খেলোয়াড়। সেই খেলোয়াড়দের মধ্যে যেমন আছে পুরুষ খেলোয়াড়, তেমনি আছে নারী খেলোয়াড়। বর্তমানে সোনাতলা ফুটবল একাডেমিতে ফুটবল প্রশিক্ষণে অংশ নেয়া খেলোয়াড়ের সংখ্যা ১ শ’ ৩৪ জন। তাঁদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে চলেছেন রাকিব হোসেন। পাশাপাশি তিনি সোনাতলা ফুটবল একাডেমি’র মাধ্যমে নিয়মিত আয়োজন করছেন ফুটবল ম্যাচ ও টুর্নামেন্ট। এছাড়াও রাকিব হোসেন প্রশিক্ষিত খেলোয়াড়দের অংশগ্রহণ করাচ্ছেন দেশের বিভিন্ন স্বনামধন্য লীগ, বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ও উপজেলা-জেলা পর্যায়ের টুর্নামেন্টে। আর সেই প্রশিক্ষিত খেলোয়াড়েরা একের পর এক ছিনিয়ে আনছেন নানা সাফল্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাডেমি এক্রিডিটেশন স্কীম ২০২২ সালে কৃতী ফুটবলার রাকিব হোসেনকে ওয়ান স্টার স্বীকৃতি সনদ প্রদান করে।

সোনাতলার ফুটবল খেলা প্রসঙ্গে রাকিব হোসেন জানান, ‘ফুটবল খেলায় সোনাতলার সোনালী অতীত রয়েছে। সেই সোনালী অতীতকে অতীতে সীমাবদ্ধ না রেখে সোনাতলার ফুটবলারদের দেশসেরা করতে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার চেষ্টা অব্যাহত থাকবে।’

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button