বগুড়ার খবর

অন্ধ পরিবারের পাশে মানবিক মানুষ সমশের আলী হেলাল

ইকবাল কবির লেমন

বগুড়ার সোনাতলা উপজেলার শান্ত পল্লী ছোট বালুয়া। এ পল্লীতেই বসবাস করেন একই পরিবারের ১৯ জন দৃষ্টি প্রতিবন্ধী। যুগ যুগ ধরে অন্ধত্বের অভিশাপ বহন করে আসছে এই পরিবারের লোকজন। অন্ধ পরিবারটির সদস্য আসাদুজ্জামান, মোশারফ,মিটুল,মিতু, ইনছান, মোর্শেদা,ইদ্রিস, আমেনা, আজিজুল,সাহেব আলী, শারমিন, শহীদ ইউনুছ,ফাতেমা,এজেদা, নুরুল, সাবিনা,শরিফুল ও সুলতানা প্রতিদিন পেটের ক্ষুধা মেটাতে পথ হাতড়ে পৌছে যান বগুড়া শহরে। তারপর বিভিন্ন মার্কেটসহ পাড়া মহল্লায় নেমে পড়েন ভিক্ষায়। সারাদিন ভিক্ষা করে আবারও ফিরে আসন আপন আলয়ে। এটিই তাদের নৈমিত্তিক রুটিন কাজ। ভিক্ষার আয়েই চলে তাদের প্রত্যেকের পরিবার। অন্ধ পরিবারকে নিয়ে সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে কানাডা প্রবাসী মানবিক মানুষ সমশের আলী হেলাল এর। দু’বছর আগে তিনি সরজমিনে এসে অন্ধ পরিবারের সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করেন, দেন নানা ধরণের সহায়তা। অন্ধ পরিবারটি যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেজন্য ২০২৪ সালের ঈদুল ফিতরের আগে অন্ধ পরিবারের খানাভিত্তিক সদস্যদের পাঠান আর্থিক সহায়তা। ১৬ এপ্রিল মঙ্গলবার আকস্মিকভাবে তিনি উপস্থিত হন সোনাতলার ছোট বালুয়া গ্রামের অন্ধ পরিবারটির বাড়িতে। তারপর নিজ খরচে প্রায় ১০০ মানুষের জন্য আয়োজন করেন খাবারের। একসাথে তাদের সঙ্গে অংশগ্রহণ করেন আনন্দ ভোজনে। ওই বাড়িতে উপস্থিত প্রতিটি শিশু-কিশোর ও নারী পুরুষের মাঝে বিলান চকোলেট, চিপস ও নগদ অর্থ। অতিবৃদ্ধ কয়েকজন অসহায় মানুষকে প্রদান করেন শাড়ি ও লুঙ্গি। একদিনের জন্য এমন একজন দরাজদিল মানুষকে কাছে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন অন্ধ পরিবারের সদস্যরা। পড়ন্ত বিকালে অশ্রুসিক্ত নয়নে তারা বিদায় জানান মানবিক এ মানুষটিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button