জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত


নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ২১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২ মার্চ) ভোরে দলের সদস্যসচিব আখতার হোসেন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা এক ফ্যাসিবাদী শাসনের পতন ঘটায়। তবে শহীদ মিনারে ঘোষিত সেই অভ্যুত্থানের মূল লক্ষ্য— ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা— এখনো বাস্তবায়ন হয়নি।
জাতীয় নাগরিক পার্টির ভাষ্য অনুযায়ী, উপনিবেশবিরোধী সংগ্রামের ধারাবাহিকতায় পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে ১৯৪৭ সালে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও সেটি জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়। এরপর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও ১৯৭২ সালে প্রণীত সংবিধান নতুন এক অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার ভিত্তি তৈরি করে।
এই প্রেক্ষাপটে ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর বিলোপ ও একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। দলের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রম শুরু হলো।
শহীদ ইসমাঈলের বোন মিম আক্তার আনুষ্ঠানিকভাবে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব হিসেবে ঘোষণা করেন।
আহ্বায়ক কমিটি আগামী এক বছরের মধ্যে গঠনতন্ত্র ও ইশতেহার প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক বিস্তার নিশ্চিত করবে।
জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত। এ আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ পদে যারা-
- আহ্বায়ক: মো. নাহিদ ইসলাম
- সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব
- যুগ্ম আহ্বায়ক: নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারোয়ার তুষার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, তাজনূভা জাবীন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দীন মাহাদী, অর্পিতা শ্যামা দেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক, হাসান আলী।
- সদস্যসচিব: আখতার হোসেন
- সিনিয়র যুগ্ম সদস্যসচিব: ডা. তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা
- যুগ্ম সদস্যসচিব: আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, রশিদুল ইসলাম (রিফাত রশিদ), মাহিন সরকার, নিজাম উদ্দিন, আকরাম হুসেইন, এস এম সাইফ মোস্তাফিজ, সালেহ উদ্দিন সিফাত (দপ্তর), আলাউদ্দীন মোহাম্মদ, ফরিদুল হক, ফারহাদ আলম ভূঁইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মঈনুল ইসলাম (তুহিন), মুশফিক উস সালেহীন, ডা. জাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, মোশফিকুর রহমান জোহান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুফতা বুশরা মিশমা, আফসানা ছপা, আহনাফ সাইদ খান, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেকুল ইসলাম (তারেক রেজা), মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, গাজী সালাউদ্দীন তানভীর, তামিম আহমেদ, তাহসীন রিয়াজ, প্রীতম দাশ।
দলের আহ্বায়ক কমিটি আগামী এক বছরের মধ্যে গঠনতন্ত্র ও ইশতেহার প্রণয়ন করবে। পাশাপাশি সংগঠনের বিস্তার ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।
জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রকাঠামো থেকে ফ্যাসিবাদী উপাদান নির্মূলের লক্ষ্যে তাদের আন্দোলন চলবে।