সোনাতলায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
সোনাতলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে সোনাতলা উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পূর্বের মিডিয়া বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম। মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, নায়েবে আমির নুরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখন, সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, সাংবাদিক রবিউল ইসলাম সাজু, বদিউদ-জ্জামান মুকুল, জাহিনুর ইসলাম।
মতবিনিময় সভা সঞ্চালন করেন সাংবাদিক মিনাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ, জামায়াত নেতা আব্দুর রহিম, পৌর জামায়াতের আমির মানজার জাহিদ প্রমূখ।